কমলগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়রের উদ্যোগে পৌর এলাকার ২০টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পৌর এলাকার ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ২০টি স্থানে এ ব্যবস্থা করা হয়। রোববার (২৯ মার্চ) সকাল ১০ টায় কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ নিজে উপস্থিত থেকে হাত ধৌতকরণ কাজের উদ্বোধন করেন।
কমলগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের উপজেলা পরিষদ প্রাঙ্গণ, ভানুগাছ বাজার চৌমুহনা, ভিতর বাজার, কমলগঞ্জ সরকারি কলেজের সম্মুখে, বড়গাছ, গোপালনগর, রামপাশা, কুমড়াকাপন, নরেন্দ্রপুর, আলেপুরসহ গুরুত্বপূর্ণ ২০টি স্থানে হাত ধৌতের ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দেওয়ার আব্দুর রহিম মুহিন, এডভোকেট মোহম্মদ আলী, খুরশেদ আলী, যুবলীগ নেতা জহির আলম নান্নু প্রমুখ