সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সুনামগঞ্জের ৯ উপজেলা থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য ১৯ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার দুপুরে নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠিয়েছেন বলে জানালেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলা থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তবে ধর্মপাশা ও শাল্লা উপজেলা থেকে করোনাভাইরাসের জন্য নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, জেলার ৯ টি উপজেলা থেকে ১৯ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে।
দুটি উপজেলা থেকে দূরত্বের কারণে সংগ্রহ করা সম্ভব হয়নি।