কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
করোনাভাইরাসের কারণে মানুষ স্বেচ্ছায় ঘরবন্দি হয়ে আছেন। তবে থেমে নেই কোম্পানীগঞ্জ পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কর্মীরা। তারা প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। দিচ্ছেন প্রয়োজনীয় সেবা, সতর্ক করছেন করোনাভাইরাস সম্পর্কে। সব মিলেয়ে ভয় থাকলেও পিপিই পড়েই সেবা দিতে হচ্ছে।
সোমবার (১৩ এপ্রিল) দিনভর টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবার নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রায় ৫০ টি পরিবার ও ৪০ টি বাচ্চাকে টিকাসহ পরিবার পরিকল্পনার বিভিন্ন সেবা দেয়া হয়েছে।
পরিবার পরিকল্পনা বিভাগের এফডব্লিএ বিলকিস আক্তার ও স্বাস্থ্যকর্মী রাশেদা আক্তার এ সেবা দেন। এসময় তারা সবাইকে করোনাভাইরাস সতর্কতায় ঘরে থাকার আহবান জানান। একই সাথে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।