বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, কানাডা প্রবাসী, বালাগঞ্জের নশিওরপুর গ্রামের বাসিন্দা মুহাম্মদ শওকত আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় কানাডার টরেণ্টো হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহ সভাপতি হুসাইন আহমদ, সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন ইমন, আব্দুল কাদির, কোষাধ্যক্ষ শাহ হেলাল আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন খান, সাবেক সহ সভাপতি হেলাল নির্ঝর, সঞ্জয় দাস,সদস্য এস এম রায়হান, তারেক আহমদ, আবুল কাশেম অপিক, লিংকন দাস লিটন প্রমুখ।