ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিজকার শনিবার সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে এক শিশু রয়েছে।
ইলিনয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ প্রধান নাজি এজিক জানিয়েছেন, মারা যাওয়া শিশুটির বয়স এক বছরেরও কম। পরীক্ষায় তার করোনা ধরা পড়েছে। এর আগে কখনও এ ভাইরাসে শিশু মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জেবি বলেন, শিশু মৃত্যুর ঘটনাটি তাকে ধাক্কা দিয়েছে। তিনি তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এ ভাইরাস প্রতিরোধে যা দরকার, সবই করা হবে।
এদিকে লন্ডনে মিডলসেক্স হাসপাতালে এক শিশুর জন্ম হয়েছে। সে করোনা সংক্রমিত। তার মাও সংক্রমিত। ধারণা করা হচ্ছে, জন্মের সময় অথবা গর্ভে থাকতেই শিশুটি সংক্রমিত হয়েছে। শিশুটি কোথায় সংক্রমিত হয়েছে, তা জানার চেষ্টা করছে ডাক্তাররা।
তাদের পৃথক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহে এক কিশোর করোনাভাইরাসে মারা গেছে। করোনায় শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ যুক্তরাষ্ট্রে ২ হাজারের বেশি এবং যুক্তরাজ্যে এক হাজার ১৯ জন মারা গেছে।