শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন


করোনায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইলের মৃত্যু

করোনায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইলের মৃত্যু


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

করোনা কেড়ে নিয়েছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইসরাইল হোসেনের প্রাণ। রবিবার বিকেল পৌণে ৩টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন।

ইসরাইল হোসেন সিলেট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন। কিন্তু তিনি করোনা আক্রান্ত হয়ে পড়লে গত ৩ জুলাই তার স্থলে সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়।

ইসরাইল হোসেন ছাড়াও ওই সময় করোনা আক্রান্ত হন সহকারী রিটার্নিং কর্মকর্তা সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুক্কুর মাহমুদ, জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত ও বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেনকে ঢাকায় স্থানান্তর করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin