ইতালির রিমিনি শহরে করোনাকে হার মানিয়ে জয়ী হলেন ১০১ বছরের এক বৃদ্ধ। এই ঘটনার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্যম ফিরে পাচ্ছেন ইতালিসহ বিশ্ববাসী।
এ প্রসঙ্গে রিমিনি শহরের ডেপুটি মেয়র গ্লোরিয়া সিলি বলেন, গত সপ্তাহে ১৯১৯ সালে জন্ম নেওয়া ওই বৃদ্ধের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথমে তাঁর বয়সের জন্য চিকিৎসকরা চিন্তায় পড়লেও পরে দৃশ্যটা বদলে যায়। চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় ধীরে ধীরে সুস্থ হতে থাকেন তিনি। আর ঠিক এই সপ্তাহ পর পরীক্ষা করে দেখা যায় করোনার প্রকোপ থেকে মুক্তি পেয়েছেন তিনি।
এই ঘটনা আমাদের সবাইকে ফের উজ্জীবিত করেছে। আমরা সবার মনে আশার আলো জ্বালিয়েছে। ১০০ বছরের বেশি বয়সেও যদি কেউ সুস্থ হতে পারেন। তাহলে আমরাও পারব, এই বিশ্বাস ফিরে এসেছে সবার মনে।