দক্ষিন সুনামগঞ্জ প্রতিনিধি:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাস থেকে জনগণকে সচেতন ও সরকারি নির্দেশনা মানতে প্রচার -প্রচারণা চালিয়ে যাচ্ছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। বাজার ব্যবস্থার পরিস্থিতি দেখতে অব্যাহত রেখেছেন মনিটরিং।
শুক্রবার (১০ এপ্রিল) ইউএনও জেবুন নাহার শাম্মীর নেতৃত্ব পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে উজানীগাও, জয়কলস, পাগলা , দামোধরতোপী বাজারের জনসমাগম পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ব্রাহ্মণগাও, শত্রুমর্দন ও শান্তিগঞ্জ সহ জনসমাগম এলাকায় জনসাধারণের অবাধ চলাফেরা বন্ধ করতে সমর্থ হন। এবং সরকারি নির্দেশনা মেনে চলায় সবাইকে ধন্যবাদ জানান।
এদিকে বাজার মনিটরিংয়ের পাশাপাশি নোবেল করোনা ভাইরাস সংক্রমনে মৃত ব্যক্তির কাফন, জানাযা ও দাফন সম্পন্ন করার নিমিত্তে নির্ধারিত দুরত্ব বজায় রেখে সেচ্ছাসেবীদের নিয়েও করেন আলোচনা সভা