যারা তোমায় দেখে দেখে
শেষ করেছে চা পিয়া
এখন তুমি কারাগারে
তাই তো আছে চাপিয়া
পাপ ছাড়ে না বাপকেও জানি
বুঝেছো কি পাপিয়া?
তোমার ছিলো শত কিছু
আরো কত মাফিয়া
তাদের সাথে সখ্য তোমার
টাকার ওজন মাপিয়া
হাজতখানায় করো কি শেষ
গরম গরম চা পিয়া
যেমন কর্ম তেমন ফলে
লাগছে কেমন পাপিয়া?