কানাইঘাট প্রতিনিধি:
সিলেট জেলার কানাইঘাট উপজেলা থেকে নারী ও শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন গাড়ি চালক ও রোহিঙ্গাদের সহযোগী রয়েছে। বুধবার (২৮ আগস্ট) ভোর রাতে উপজেলার দর্পনগরের মমতাজগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে আটক করা হয় তাদের ।
জানা গেছে, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার ক্যাম্প থেকে ১৪ রোহিঙ্গা মঙ্গলবার রাতে কানাইঘাটে আসে। আজ বুধবার ভোর রাতে তারা দর্পনগর মমতাজগঞ্জ খেয়াঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় টহল পুলিশ তাদেরকে আটক করে। পরে তারা রোহিঙ্গা বলে সনাক্ত করা হয়। এসময় রোহিঙ্গাদের বহনকারী গাড়ির চালক ও সঙ্গে থাকা এক সহযোগীকেও আটক করা হয়।
১৪ রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, ধারণা করা হচ্ছে ওই রোহিঙ্গারা কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার ক্যাম্প থেকে এসেছে। আটক রোহিঙ্গাদের কক্সবাজার ক্যাম্পে ফিরিয়ে দেয়া হবে বলে জানান ওসি।