শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন


কানাইঘাট পৌরসভার ও থানা পুলিশ উদ্যোগে ছিটানো হয়েছে জীবানুনাশক স্প্রে

কানাইঘাট পৌরসভার ও থানা পুলিশ উদ্যোগে ছিটানো হয়েছে জীবানুনাশক স্প্রে


শেয়ার বোতাম এখানে

কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাট পৌর শহর এলাকায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা ও প্রতিটি এলাকা ও হাট-বাজার সুরক্ষিত রাখার চলমান কার্যক্রমের অংশ হিসেবে বুধবার বিকালে কানাইঘাট বাজার সহ পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কানাইঘাট পৌরসভার ও থানা পুলিশ উদ্যোগে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ছিটানো হয়েছে জীবানুনাশক স্প্রে।

এ সময় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করা হয়। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখার উপর প্রচার অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামিম।

কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক আজমল হোসেন, পৌর কাউন্সিলর মাও, ফখরুদ্দিন, কানাইঘাট বাজার লেছি করামত আলী প্রমূখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin