কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট পৌরসভার মাসিক সাধারণ সভা গতকাল (২৯ আগষ্ট) রবিবার বিকাল ৪টায় পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী (ভারপ্রাপ্ত সচিব) মনির উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার কাউন্সিলর কাওছার আহমদ, মোয়াজ্জেম হোসেন, বিলাল আহমদ, জসিম উদ্দিন, আবিদুর রহমান, মোঃ ফখরুদ্দীন, জমির উদ্দিন, জাকির হোসেন, সাহাব উদ্দিন চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রহিমা বেগম, আফিয়া বেগম ও আসমা বেগম। সভায় সর্ব সম্মতিক্রমে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফখরুদ্দীন’কে কানাইঘাট পৌরসভার প্যানেল মেয়র (১) নির্বাচিত করা হয়েছে। এছাড়া প্যানেল মেয়র (৩) নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আসমা বেগম।
কানাইঘাট পৌরসভার প্রকৌশলী (ভারপ্রাপ্ত সচিব) মনির উদ্দিন আহমদ জানান, কানাইঘাট পৌরসভার মাসিক সাধারণ সভায় সকল কাউন্সিলরদের প্রত্যেক্ষ মতামত ও সিদ্ধান্ত মোতাবেক প্যানেল (১) নির্বাচিত হয়েছেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফখরুদ্দীন। এছাড়া প্যানেল মেয়র (২) এর সিদ্ধান্ত এখনো চুড়ান্ত হয়নি, তবে কাউন্সিলরদের মতামতের দিক দিয়ে ১নং ওয়ার্ডের কাউন্সিলর কাওছার আহমদ এগিয়ে রয়েছেন।তিনি বলেন, প্যানেল মেয়র (২) এর চুড়ান্ত ঘোষনা হবে আগামী মাসিক সাধারণ সভায়।
এদিকে কানাইঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর কাওছার আহমদ বলেন, আমি পৌরসভার ৮ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে এগিয়ে আছি। তিনি বলেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলরের আপত্তি থাকায় আমার ঘোষনা আসেনি। এনিয়ে ৮নং ওয়ার্ড কাউন্সিলরকে ৩দিনের সময় দেয়া হয়েছে।
অপর দিকে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বলেন, যেহেতু করোনা ভাইরাসের কারণে পৌরসভার বিভিন্ন সভার কার্যক্রম বন্ধ ছিলো। এর মধ্যে প্যানেল মেয়র নির্বাচনের জন্য মাসিক সাধারণ সভা হওয়ায় আমি কাউন্সিলরদের সাথে যোগাযোগ করতে পারিনি। তাই আমাকে ৩ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কাউন্সিলরদের সাথে আমি যোগাযোগ করবো। এতে কাউন্সিলর’রা আমাকে মতামত দিবেন বলে আমি আশাবাদী।