বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন


‘কাবুলে আত্মঘাতী হামলাকারীকে লক্ষ্য করে মার্কিন হামলা’

‘কাবুলে আত্মঘাতী হামলাকারীকে লক্ষ্য করে মার্কিন হামলা’


শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলাকারী লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন। তবে কাবুলের পুলিশ প্রধান রশিদ জানিয়েছেন, বিমানবন্দরে উত্তর–পশ্চিম দিকে রকেট হামলায় এক শিশু নিহত হয়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব কথা জানিয়েছে।

তালেবানের মুখপাত্র জানান, একজন আত্মঘাতী হামলাকারী গাড়িতে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তাকে লক্ষ্য করে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছেন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুলে বিমানবন্দরে আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বিমানবন্দর ছাড়তে মার্কিনদের নির্দেশনাও দিয়েছিলেন। এর মধ্যেই এই বিস্ফোরণের খবর এল।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন বাহিনী শনিবার কাবুলে আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা রয়টার্সকে ওই হামলার বিষয়টি জানিয়েছেন।এরআগে গত বৃহস্পতিবার এই বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএসকেপি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin