স্টাফ রিপোর্ট:
সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের জাতীয় সংসদ সদস্য, ড,এ কে আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী, বদর উদ্দিন আহমদ কামরানের বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন কামরান বিশেষ করে সিলেট মহানগরিতে দলমত নির্বিশেষে গণমানুষের নেতা হিসেবে সকলের ভালোবাসার বিশ্বস্ত ঠিকানা ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ যেমনি সংগঠনের একজন বিশ্বস্ত ত্যাগী নেতাকে হারালো তেমনি সিলেটবাসী হারিয়েছে তাদের প্রানপ্রিয় একজন অবিভাবক ও ভালোবাসার মানুষকে, যাহা সহজে পুরন হবার নয়।
তিনি মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।