অনলাইন ডেস্ক :
কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন ভারতীয় ও বাকি তিনজন পাকিস্তানি সেনা।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের কাশ্মীর সীমান্তে এ ঘটনা ঘটে।
পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইইএসপিআর) পরিচালক মেজর জেনারেল আসিফ গফুরও আজ বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ভারতীয় সেনাবাহিনী বলছে পাকিস্তানের এ দাবি ‘কাল্পনিক’। টুইট পোস্টে আসিফ গফুর জানান, ‘কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের তিন সেনা নিহত হয়েছেন। তারা হলেন নায়েক তানভির, ল্যান্স নায়েক তৈমুর এবং সিপাহি রমজান। গুলিতে ভারতীয় পাঁচসেনা নিহত হয়েছেন। সেখানে এখনও গুলিবিনিময় অব্যাহত আছে।’