মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন


কুলাউড়া পৃথিমপাশা ইউনিয়নে সাদরুলের শিক্ষা উপকরণ বিতরণ

কুলাউড়া পৃথিমপাশা ইউনিয়নে সাদরুলের শিক্ষা উপকরণ বিতরণ

সাদরুলের

শেয়ার বোতাম এখানে

নিউজ ডেস্ক : কুলাউড়ায় মহান ভাষা দিবস উপলক্ষে মাসব্যাপী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের ট্রাস্টি ও সাবেক ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খানের শিক্ষা উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিক্ষার্থীদের হাতে এই উপকরণ বিতরণ করা হয়। এর আগে আরও বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের হাতে এই উপকরণ বিতরণ করা হয়।

পৃথিমপাশা ইউনিয়নের মজির উদ্দিন খায়রুন্নেসা মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণীতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা খানম, শিক্ষক মসদ্দর আলী, মাজেদা সুলতানা, সোমা রাণী দেব, রিম্পা দাস, হাসান আল মামুন রাজু, আলী আশরাফ তারা।

একই ইউনিয়নের সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণীতে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক মেম্বার মাসুদ রানা আব্বাস, স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষক হারুন অর রশিদ, তামান্না বেগম, রুমানা বেগম, সাহেদা বেগম, রঘুনাথ পাল, আলী আশরাফ তারা, জামাল হোসেন শাহীন।

উভয় অনুষ্ঠানের সমন্বয় করেন ডা. নারায়ণ চন্দ্র ও পরিচালনা করেন এপি তালুকদার জনি।
সাদরুল জানান, মহান ভাষা দিবস উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী উপজেলার ১৩ ইউনিয়নে ৩ হাজার শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষা উপকরণে শেখ রাসেলের দুর্লভ কিছু ছবি ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, a picture speaks more then thousand words এ মাধ্যমেই আজকের দিনের শিক্ষার্থীরা শিশু রাসেল সম্পর্কে জানতে পারবে।

পাশাপাশি শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের এবং অভিভাবকদের পড়ালেখার প্রতি আকৃষ্ট করবে এমনটাই প্রত্যাশা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin