কুলাউড়া প্রতিনিধি
করোনার মতো ভয়াবহ দূর্যোগে অধিকাংশ মানুষ আজ কর্মহীন। তাই এ দূর্যোগময় সময়ে প্রত্যেকেই নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো উচিত। তবে, শুধু নিম্নবিত্ত শ্রেণী নয়, মধ্যবিত্ত শ্রেণীর যারা কর্মহীন হয়েছেন অথচ মানুষের কাছে তাঁর অসহায়ত্ব প্রকাশ করতে পারছেনা, তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে। আর সেই দিকে লক্ষ রেখেই কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়ায় “আশরাফ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে তিন শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
সংস্থার চেয়ারম্যান, মিশর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী পারভেজ জানান, দরিদ্র ছাড়াও অনেক মধ্যবিত্ত পরিবারও কর্মহীন হয়ে পড়েছেন। সে বিষয়টি লক্ষ্য রেখে চাল, ডাল, আলু, তেলসহ ৬ পদের খাদ্য সামগ্রীর পেকেট এলাকার তিন শতাধিক পরিবারের মাঝে পৌঁছে দিয়েছি। এছাড়াও সংস্থার পক্ষ থেকে সবার ঘরে ঘরে সচেতনতা মূলক লিফলেট পৌঁছে দেয়া হয়।