কুলাউড়া প্রতিনিধি:
করোনার মতো ভয়াবহ দূর্যোগে অধিকাংশ মানুষ আজ কর্মহীন। তাই এ দূর্যোগময় সময়ে প্রত্যেকেই নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো উচিত।
তবে, শুধু নিম্নবিত্ত শ্রেণী নয়, মধ্যবিত্ত শ্রেণীর যারা কর্মহীন হয়েছেন অথচ মানুষের কাছে তাঁর অসহায়ত্ব প্রকাশ করতে পারছেনা, তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে।
আর সেই দিকে লক্ষ রেখেই কুলাউড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা, কাউন্সিলর প্রার্থী নেছার আহমদ নিজ উদ্যোগে শনিবার এলাকার কর্মহীন চার শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
জানা যায়, শনিবার ৪ এপ্রিল সকালে কুলাউড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা, কাউন্সিলর প্রার্থী নেছার আহমদ ব্যক্তিগত পক্ষ থেকে কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুরু করেন।
এতে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, কুলাউড়া কোর্ট মসজিদের ইমাম মুফতি মাওলানা আহসান উদ্দিন, কোর্ট মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সফি আহমদ জুয়েল, শামীম ফার্মেসীর সত্বাধিকারী শামীম আহমদ, বিশিষ্ট সমাজ সেবক কুটি মিয়া প্রমুখ।
পরে নেছার আহমেদ নিজে গিয়ে পৌরসভার ১ নং ওয়ার্ডের বিহালা সোনাপুর এলাকার কর্মহীন চার শতাধিক পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।