বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪০ অপরাহ্ন


কুলাউড়ায় চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ

কুলাউড়ায় চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ


শেয়ার বোতাম এখানে

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ১ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কুলাউড়ার কালিটি ও ক্লিবডন বাগানের প্রতি পরিবারকে ‘পাচঁ হাজার টাকার’ আর্থিক অনুুদানের চেক বিতরণ করা হয়।

কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাগানে চেক বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরা দে, কুলাউড়া থানার তদন্ত কর্মকর্তা অমিনুল ইসলাম, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ খান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা মুহিবুল ইসলাম আজাদ, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কালিটি ও ক্লিবডন বাগানের সহকারী ব্যবস্থাপক, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin