শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন


কুলাউড়ায় তথ্য আপার উঠোন বৈঠক

কুলাউড়ায় তথ্য আপার উঠোন বৈঠক


শেয়ার বোতাম এখানে

কুলাউড়া প্রতিনিধি:

কুলাউড়ায় গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য আপার সেবা বিষয়ক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য সেবা কেন্দ্রের উদ্যোগে ১০০ জন মহিলাদের নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) পৌর শহরের বিজয়মঞ্চে ৫৪তম এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা তথ্য সেবা কর্মকর্তা পেয়ারা আক্তার রুবির পরিচালনায় উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপলো পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবু সুশীল চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা রজব আলী ও মাসুক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার, আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা (অ.দা.) হোসনেয়ারা তালুকদার প্রমুখ।

উঠোন বৈঠকে উপস্থিত সেবাগ্রহীতা নারীদের তথ্য প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ নানা রকমের সেবামূলক পরামর্শ দেওয়া হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin