সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন


কুলাউড়ায় মণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না: নাদেল

কুলাউড়ায় মণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না: নাদেল


শেয়ার বোতাম এখানে

মৌলভীবাজার প্রতিনিধি:

কুমিল্লার ঘটনায় সারাদেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চালানো হয়েছে। হামলার ইন্ধন দেশ-বিদেশ থেকে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার কর্মধা এলাকায় হামলার শিকার ৩টি মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল ও অসাম্প্রদায়িক করে তুলতে চক্রান্ত করছে। বর্তমান সরকার বিষয়টি কঠোরভাবে দমনের জন্য কড়া পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, ধর্মীয় উষ্কানিতে ও কুলাউড়ায় হামলার ঘটনায় যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিকসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বুধবার (১৩ অক্টোবর) রাতে কুমিল্লার ঘটনায় কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরি, রাজানগর ও আছকরাবাদ এলাকায় ৩টি পূজামণ্ডপে হামলা চালায় দুর্বৃত্তরা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin