শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন


কুলাউড়ায় লাল-সবুজের প্রতিবাদ কর্মসূচি

কুলাউড়ায় লাল-সবুজের প্রতিবাদ কর্মসূচি


শেয়ার বোতাম এখানে

কুলাউড়া প্রতিনিধি:

কুলাউড়ায় চোখে কালো কাপড় বেঁধে ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে লাল-সবুজ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
মঙ্গলবার ৬ অক্টোবর দুপুরে কুলাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন রাতুল, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, নারী সম্পাদক সাদিয়া জাহান, সদস্য সানজিনা বিন ইসলাম, সামিয়া জাহান,রহিমা জান্নাত জুই, সাইদুল ইসলাম, পার্থ আচার্য, রুহুল আমিন,অনিক আহমেদ, সঞ্জয় মল্লিক, সাহান আহমেদ, কামরুল ইসলাম, আসিফ আহমেদ, তাওহিদুল ইসলাম,রাহুল চন্দ্র জীবন প্রমুখ।

এসম বক্তারা ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেন এবং সরকারের কাছে ধর্ষণের সব্বোর্চ শাস্তির দাবি জানান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin