শুভ প্রতিদিন ডেস্ক:
মহান ভাষা ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৩ জুন)। ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে , বৃহস্পতিবার (২৩ জুন) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্থাপক অর্পণ, র্যালী উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী’র প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আলম, সহ-সভাপতি অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গৌড়া দে, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মওদুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোসাদ্দিক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী তরিক সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।