বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন কেক কেটে পালন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখা।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত হোটেলে এই দিনটিকে স্মরণ করে অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন তারা।
ফাউন্ডেশনের সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন নাঈমের পরিচলনায় কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মহব্বত আলী, আনহার আলী, নবীন সোহেল, আনহার আলী, সহ-সভাপতি আরব আলী ইমন, সহ-সাধারণ সম্পাদক পাবেল আহমদ, অর্থ সম্পাদক সৌমিত্র ধর সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশের নাম দিয়েছেন। তার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি বাঙালি জাতির পিতা, তার জন্ম না হলে আজ বাংলাদেশের জন্ম হতো না। তার প্রতি গোটা বাংলাদেশ কৃতজ্ঞ। তাই আজকের এই মহান নেতার জন্মদিনে তাঁকে স্মরণ করেছি, তাঁর জন্মদিন পালন করেছি, তার জন্য দোয়া করেছি।