শুভ প্রতিদিন ডেস্ক:
প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা মোতাবেক আজ খুলেছে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান। সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে আসতে হচ্ছে বিদ্যালয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওন। রোববার দুপুরে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমদ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় ছাত্রলীগ নেতা শাহ আলম শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে মহামারীর কথা বিবেচনা করে এতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় প্রায় দেড় বছর পরে আবারো শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। মহামারী করোনা থেকে বাঁচতে আমাদের সকলকে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করতে হবে।