সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন


কোনো চাপের মুখে ইউক্রেনের পক্ষে ভোট দেয়নি বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

কোনো চাপের মুখে ইউক্রেনের পক্ষে ভোট দেয়নি বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

বাংলাদেশ কোনো চাপের মুখে জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের পক্ষে ভোট দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যার উপর এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবটি ছিল মানবাধিকার সংক্রান্ত। তাই প্রস্তাবের পক্ষে ভাোট দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের অবস্থান সবসময় যুদ্ধের বিপক্ষে।প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে উদ্ভূত মানবিক সঙ্কট নিরসনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাবে বাংলাদেশ ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে ইউক্রেন।জাতিসংঘের ওয়েবসাইট থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৪ মার্চ) সাধারণ পরিষদে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ১৪০ ভোটে প্রস্তাবটি পাস হয়েছে।প্রস্তাবটিতে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে।

রুশ হামলার ফলে দেশটিতে ভয়াবহ মানবিক পরিস্থিতির জন্য মস্কোর সমালোচনাও করা হয়েছে প্রস্তাবটিতে।ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ ১৪০ সদস্য দেশ ভোট দিয়েছে।

বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। আর ভোটদানে বিরত ছিল চীন, পাকিস্তান ও ভারতসহ ৩৮ দেশ।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। তখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিপক্ষে বিভিন্ন দেশকে অবস্থান নিতে আহ্বান জানায়।

সর্বশেষ শেষ বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মানতিৎস্কি অভিযোগ করেন বাংলাদেশসহ রাশিয়ার মিত্রদের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। হুমকি উপেক্ষা করে রাশিয়ার পক্ষে থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানান রাষ্ট্রদূত।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin