সিলেটের কোম্পানীগঞ্জ আগুনে একটি মার্কেটের ৭ টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২ টায় কোম্পানীগঞ্জের চাটিবহর বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ীরা জানান, মার্কেটে একটি দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন কয়েকগুন বেগে যায়। এতে দ্রুত আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পরে। এতে আগুন নেভাবে বেগ পেতে হয় স্থানীয়দের।