কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সচিব মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় ও ৩ নং ওয়ার্ডেও ইউপি সদস্য মো. বিল্লাল মিয়া মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বাস শ্রমিক সমবায় সমিতির সভাপতি মজনু মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মো. দুলাল মিয়া,ইসমাইল মিয়া, আরজু মিয়া, ফারুক আহমেদ, মো. সিরাজুল ইসলাম, মো. কামাল মিয়া, মোহাম্মদ আজমল ভূঁইয়া, রহিমা বেগম প্রমূখ।
সভায় গ্রামের রাস্তা ও ড্রেন নির্মাণ ও হাই স্কুলের মাঠে ভরাটের দাবি জানান স্থানীয়রা ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. জামাল উদ্দিন বলেন, নিজের আঙ্গিনা ও আশপাশের রাস্তাঘাট সকলকে পরিষ্কার রাখতে হবে । নিজের সন্তানদের স্কুলে শিক্ষার জন্য পাঠাতে হবে । ধর্মীয় শিক্ষার জন্য মক্তবের কুরআন শিক্ষা দিতে হবে এবং এলাকা বাল্যবিবাহ ও মাদক মুক্ত রাখতে সকলের সহযোগিতা চান।
তিনি মুজিব শতবর্ষ উপলক্ষে প্রত্যেককে দুটি করে বৃক্ষরোপনের অনুরোধ জানান ইউপি বাসীর প্রতি।