সোহরাব আহমদ, কোম্পানীগঞ্জ:
দেখলেই মনে হবে যেন ভোট দেওয়ার জন্য ভোটাররা হয়তো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু এই দৃশ্য ভোটের নয়, ছিল করোনার টিকা নিতে আগ্রহী নারী-পুরুষের আলাদা আলাদা দীর্ঘ লাইন।
করোনা টিকা গ্রহণে প্রথমে মানুষের মধ্যে শঙ্কা কাজ করছিল। আস্তে আস্তে সেই শঙ্কা কেটে গেছে বলেই, মানুষ শনিবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিয়েছেন টিকা। টিকায় যেন মুক্তি মিলবে করোনার।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার ৬টি ইউনিয়নের ৬ টি কেন্দ্র ঘুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই মানুষকে টিকা নিতে দেখা গেছে।
শনিবার দিনের শুরুতেই উপজেলার প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে দেখা গেছে জনতার জোয়ার।
উপজেলায় গণ টিকাদান কর্মসূচির প্রথম দিনে সীমিতভাবে ১২০০ জন গ্রহীতাকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষ টিকা নিতে আসায় এবং টিকার পর্যাপ্ত সরবরাহ থাকায় উপজেলার ১৮৮১ জন নিয়েছেন করোনা টিকা। এর মধ্যে পুরষ ১০৬৩ জন ও মহিলা ৮১৮ জন। প্রতিটি কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করছেন বলে এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম.টি.ইপিআই ফারুক আহমেদ।
এছাড়াও উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ প্রত্যেক ইউনিয়নে ১টি করে স্বেচ্ছাসেবক কমিটি করেছে। কমিটির সদস্যরা প্রত্যেককে নিজ নিজ এলাকার জনগণকে নিবন্ধন এবং টিকা গ্রহণ কার্যে সহযোগিতা করেছে।
শনিবার (৭ আগস্ট) সকালে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।
টিকা কার্যক্রম উদ্বোধন শেষে শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে বলেন, এটি একটি পরীক্ষামূলক কার্যক্রম। এটি শুধু আজকে দেয়া হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৪ আগস্ট থেকে আবার টিকাদান কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম সামনে আরো গতিশীল হবে। সবাইকে টিকা নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই আমরা করোনামুক্ত বাংলাদেশ দেখতে পাব।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাজী শাহ গোলাম নবী, এম.টি.ইপিআই ফারুক আহমেদ প্রমুখ।
এদিকে, শনিবার সকালে শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, ইউপি সচিব নাছির উদ্দিন, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সদস্য দানিছ মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনর আলী, সহকারী শিক্ষক আজিজুল হক, আইসিটি শিক্ষক ইমান হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, স্বাস্থ্য সহকারী আবুল হাসিব, দীপ্তি রাণী, ইউপি সদস্য কামরুজ্জামান, শেখ ফরিদ, বিল্লাল মিয়া প্রমুখ।
এই কেন্দ্রে টিকা নিতে আসা টুকের বাজারের বাসিন্দা রুবেল মিয়া দৈনিক শুভ প্রতিদিনকে বলেন, টিকা নিয়ে নিজেকে অনেক হালকা লাগছে। মনে হচ্ছে, অনেক বড় একটা বোঝা নেমে গেল। কোনো টেনশনের কারণ নেই। কোনো ব্যাথাও পাইনি।
এই কেন্দ্রে টিকা গ্রহণের পর একজন স্তন্যদানকারী নারী দৈনিক শুভ প্রতিদিনকে জানান, আমি ছোটবেলা থেকে অনেক টিকা নিয়েছি। তখন তো টিকা নেওয়া অনেক কষ্টকর ছিল- ঘা হয়ে যেত, ইনফেকশন হয়ে যেত। আজকে ভ্যাকসিন নেওয়ার পর কোনো প্রতিক্রিয়া অনুভূত হল না। কিন্তু আমি আমার ১৪ মাসের শিশুকে বুকের দুধ পান করাই, কিন্তু স্তন্যদানকারীদের টিকা নেওয়া যাবেনা তা আমি টিকা নেওয়ার পর ফেসবুকে দেখে জানলাম।
গণ টিকাদান কার্যক্রমের শুরুতেই টিকা গ্রহীতাদের উপস্থিতি বেশি ছিল তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। টিকাদানে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী বোরহান উদ্দিন জানান, তাদের এখানে টিকা দেওয়া শুরুর ঘণ্টা-দুয়েকের মধ্যে প্রায় একশ জন টিকা নিয়েছেন।