সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন


কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানাসহ ৫ লিস্টার মেশিন জব্দ

কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানাসহ ৫ লিস্টার মেশিন জব্দ


শেয়ার বোতাম এখানে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জে ইজারা বিহীন জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৫ টি লিস্টার মেশিনও ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ আইনে ভোলাগঞ্জ এবং লিলাই বাজারে ৫ জন অপরাধীকে বিভিন্ন অংকে মোট ৪,৪০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ৫টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়।

এব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে আমরা নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin