কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রুবেল বিশ্বাস (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। ওই যুবক উপজেলার বেতমুড়া গ্রামের মুক্তেশ্বর বিশ্বাসের ছেলে।
অভিযোগে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন বিয়াম ল্যাবরেটরী স্কুলের সিঁড়ির নিচে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে ধর্ষক রুবেল জোরপূর্বক ধর্ষণে লিপ্ত হয়। ধর্ষণ করার সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ধর্ষক রুবেল পালিয়ে যায়। পরে মঙ্গলবার রাতে স্থানীয়রা ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় বুধবার (২৫ আগস্ট) রাতে ধর্ষিতা মানসিক প্রতিবন্ধীর মা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রায়হান ও রুমান জানান, মহিলা কন্ঠে চিৎকার শুনে আমরা এগিয়ে গিয়ে মেয়েটিকে উলঙ্গ করে ধর্ষণ করতে দেখি। আমাদেরকে দেখে ধর্ষক পালিয়ে যায়। পরে আমাদের ডাকাডাকি শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন।
প্রতিবন্ধী ওই মেয়েটির মা বলেন, গেল শুক্রবার সে তাঁর বাবার সাথে শাহজালাল মাজার জিয়ারত করতে গিয়ে নিখোঁজ হয়। লোকমুখে জানতে পারি সে ভূমি অফিসের কর্মচারী সুকুমার বিশ্বাসের কাছে আছে। তাকে নিতে এসে রায়হান ও রুমানের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারি।
তিনি আরো বলেন, আমার মেয়ে আমাকে ইশারায় দিয়ে জানায় ধর্ষক তাঁকে লাথি মেরে গলায় চাপা দিয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। আমি ধর্ষকের
দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, মানসিক প্রতিবন্ধী মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। সকালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এবং ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।