শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ অপরাহ্ন


কোম্পানীগঞ্জে বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

কোম্পানীগঞ্জে বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা


শেয়ার বোতাম এখানে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিহত দু’জনের পরিবারকে ২০হাজার টাকা করে আর্থিক সহায়তা ও ত্রাণ দিয়েছে সিলেট জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দুই পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ সহায়তার টাকা ও ত্রাণ সামগ্রী তুলে দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, বুধবার (৭ জুলাই) বজ্রপাতে নিহত উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগ্রামের প্রাণেশ বিশ্বাস ও দ্রিগেস বিশ্বাসের পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস উপস্থিত ছিলেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin