কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে প্রাণেশ বিশ্বাস (২৬) ও দ্রিগেস বিশ্বাস (২১) নামের দুই জেলে নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের বর্ণি হাওরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পূর্নাছগ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দ্রিগেস বিশ্বাস (২১) দুইজন মাছ শিকার করতে সকালে বর্ণি হাওরে যায়। এ সময় আকস্মিক ঝড় ও বজ্রপাত আক্রান্ত হয়ে একজন নৌকা ও অন্য জন পানিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে দু’জনকেই ঘটনাস্থল থেকে নিহত অবস্থায় উদ্ধার করেন।
এ ব্যাপারে দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র দাস বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে নিহত জেলেদের সৎকারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মুজিবুর রহমান চৌধুরী বজ্রপাতে দু’জন জেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।