কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে
রোপা আমন ধান বীজ বিতরণ করা হয়েছে। ২০২১-২২ মৌসুমে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম প্রস্তুতি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,
২০২১-২২ মৌসুমে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম প্রস্তুতি হিসেবে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নে ৪০ জন,পূর্ব ইসলামপুর ইউনিয়নে ৪০ জন, তেলিখাল ইউনিয়নে ৩০ জন, ইছাকলস ইউনিয়নে ৩০ জন, উত্তর রণিখাই ইউনিয়নে ৩০ জন ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে ৩০ জন করে সর্বমোট ২০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি করে ১০০০ কেজি রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার’ এই প্রত্যয়কে সামনে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা বাংলাদেশে কৃষকের দ্বারপ্রান্তে কাজ করে যাচ্ছে। এর ফলে সারাবিশ্বে কৃষিক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জে আজ যেসব ইউনিয়নে আমন ধান চাষ হয়, সেখানের ২০০ জন প্রান্তিক কৃষককে ৫ কেজি করে আমন ধানের বীজ বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু করেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার দুইশ কৃষককে জনপ্রতি পাঁচ কেজি করে ২৪ জন কৃষককে বিআর-২২, ৪৮ জন কৃষককে বিআর-২৩ ও ১২৮ জন কৃষককে ব্রি ধান-৩৪ জাতের ধান বীজ দেওয়া হয়েছে।