কোম্পানীগঞ্জে প্রতিনিধি
কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমানের নিজ উদ্দোগে উপজেলা সদর(থানা বাজার) ও উপজেলার বিভিন্ন বাজারে মাস্ক বিতরণ করেছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা দুপুর পযর্ন্ত প্রায়ো করোনা ভাইরাস প্রতিরোধে উপেজলাব বাসীদের মধ্যে ১৫০০ মাস্ক বিতরণ করেন।
যুবলীগ নেতা আব্দুর রহমান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদের্শনা মেনে চলছে, দেশের সবাই নিরাপদে থাকতে পারবো। মাস্ক বিতরণ করা হয়েছে। পরবির্তেত করোনা প্রতিরোধে যারা সরকারের নিদের্শনা মেনে বাসায় অবস্থান করছেন তাদের ঘরে ঘরে খাবার পৌছে দেয়ার কাজ করব। সাবাইকে সামাজিক দুরত্ব সৃষ্টির মাধ্যমে করোনা ভাইরাস পতিহত করার ব্যাপারে সরকারের নিদেশনা মানতে বুঝানো হচ্ছে ।