কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের পারকুল বাজার থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ আগস্ট) বিকেলে দৈনিক শুভ প্রতিদিনকে এ তথ্য জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ছায়েদ (৩৫), মোঃ আজির (৪২), মোঃ শামসুদ্দিন (২৮), কুটি মিয়া (৪৬), জামাল উদ্দিন (৩৭), মাসুক আলী (২৭), রুহুল খাঁন (২৫), মাছুম আহমদ (১৯), তাজুল ইসলাম (২৬) ও মোঃ তাজউদ্দিন (৩২)।
ওসি কেএম নজরুল দৈনিক শুভ প্রতিদিনকে বলেন, গোপন সূত্রের ভিত্তিতে আজ রাত ০৩.১৫ মিনিটের সময় এসআই অনিক বড়ুয়া ও এএসআই মোদারিছ মিয়া সঙ্গীয় ফোর্স জুয়া খেলার সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।