সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:৩৪ অপরাহ্ন


কোয়েল মল্লিক মা হচ্ছেন

কোয়েল মল্লিক মা হচ্ছেন


শেয়ার বোতাম এখানে

বিনোদন প্রতিদিন:
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। পাঞ্জাবের ছেলে নিশপাল সিংকে বিয়ে করেছিলেন তিনি। দেখতে দেখতে সেই বিয়ের সাত বছর হয়ে গেল। বিবাহবাহের সপ্তমর্ষিকীতে এসে দারুণ এক সুখবরই প্রকাশ করলেন এ দম্পতি।

জানিয়েছেন প্রথম সন্তানের মা হতে চলেছেন কোয়েল। স্বামী নিশপাল সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে সুসংবাদটি কোয়েল নিজেই জানিয়েছেন।

কোয়েল সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে! নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতর। উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে। আশীর্বাদ চাই।’

এই খবর প্রকাশ হতেই তাদের দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেন সহকর্মী ও ভক্তরা। সবার ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেত্রী কোয়েল। শোনা যাচ্ছে কোয়েলের মা হওয়ার খবরে উৎসব সাজ পড়েছে কলকাতার বিখ্যাত মল্লিক বাড়িতে। তার বাবা রঞ্জিত মল্লিক বেশ উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন নতুন অতিথির জন্য।

প্রসঙ্গত, সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিশপাল সিংয়ের সাথে ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোয়েল।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin