রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন


ক্যালিফোর্নিয়ায় শপথ নিলেন বাফলা’র নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ

ক্যালিফোর্নিয়ায় শপথ নিলেন বাফলা’র নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক :
অনন্য আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিলেন ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ প্লাটফর্ম ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’র নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। গত বুধবার নর্থ হলিউডের অত্যাধুনিক কনভেনশন হল ‘চার্চ অব সাইন্টোলজি ভ্যালিতে আনন্দঘন আয়োজনে অভিষেক হলো ২০১৯-২১ সেশনের নবনির্বাচিত এই কমিটির। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নতুন নেতৃত্ব।

প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনধি, নির্বাচন কমিশন এবং বাফলার উপদেষ্ঠা পরিষদসহ ৫ শতাধিক প্রবাসীর অংশগ্রহণে উৎসবে রূপ নেয় বাফলার অভিষেক অনুষ্ঠান।

বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত ও বাফলার দলীয় সংগীত দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর বিদায়ী প্রেসিডেন্ট নজরুল আলম বিদায়ী কমিটিকে সাথে নিয়ে বক্তব্য রাখেন। বিদায়ী বক্তব্যে তিনি নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ স্বাগত জানিয়ে বলেন, নেতৃত্বের বদলে সংগঠনে গতিশীলতা আসে। আমি মনে করি, এই নেতৃত্ব বাফলার কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমি নবনির্বাচিত সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগত জানাই।

নিজের দায়িত্বপালনকালীন সময়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, গত ২ বছর আমাদের উপর দায়িত্ব ছিল বাফলার সকল কাজের। আমরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছি সংগঠনের কর্মপদ্ধতির আলোকে সব কাজ সম্পন্ন করতে। বিগত ২ বছর আমরা বাংলাদেশ ডে প্যারেডসহ চ্যারিটির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি। এতে আমাদেরকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের অনুষ্ঠানসমূহের স্পন্সর এবং ফান্ডরাইজিংয়ে প্রবাসীরা যদি মুক্তহস্থে দান না করতেন তাহলে এসব কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হতো না। তাই সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ। নবনির্বচিত এই কমিটিও আশা করি এসকল কার্যক্রম আরও সমৃদ্ধির সাথে বাস্তবায়ন করবেন।

নবনির্বাচিত সদস্যদেরকে শপথ পাঠ করান বাফলার প্রধান নির্বাচন কমিশনার মোর্শেদ হায়দার। তাকে সহযোগিতা করেন বিওটির চেয়ারম্যান হাবীব আহমেদ টিয়া । শপথ গ্রহণের পর বিদায়ী কমিটির সদস্যবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের তোড়া দিয়া স্বাগত জানান।

এরপর বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট শিপার চৌধুরী। তিনি বলেন, আমি বিগত সময়ে বাফলার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। আবার আমাকে আপানারা গুরুত্বপূর্ণ এই দায়িত্বটি দিয়েছেন, এজন্য বাফলার সকল স্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ। আমি চেষ্টা করব, বাফলার কার্যক্রমকে আরও গতিশীল এবং কার্যকরী করে তুলার। এজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। নতুন ক্যাবিনেট নিয়ে তিনি বলেন, নবনির্বাচিত এই কমিটি একটি শক্তিশালী ও মেধাবী কমিটি। আমি আশাবাদী, আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারব।

আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং রাতের খাবারের আয়োজন করে বাফলা কর্তৃপক্ষ। নবনির্বাচিত কালচারাল সেক্রেটারির উপস্থাপনায় সাংস্কৃতিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী তানিশা ও আনিশা আলম। সঙ্গীত পরিবেশন করে আবির, রেহানা মল্লিক, জামান, এপোলো, শহীদ আলম, আদনান খান, উর্মি আতাহার ও উপমা সাহা মজুমদার।
নবনির্বাচিত কমিটিতে প্রেসিডেন্ট পদে শিপার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদে মাহবুবুর রহমান, জেনারেল সেক্রেটারি পদে আঞ্জুমান আরা শিউলি, ফাইনেন্স সেস্ক্রেটারি পদে স্বপন বাহার, অর্গানাইজিং সেক্রেটারি পদে ফারুক হাওলাদার, পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদ এবং কালচারাল সেক্রেটারি পদে রোশনি আলম শপথ গ্রহণ করেন। এই কমিটি আগামী দুই বছরের জন্য বাফলার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin