শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন


ক্ষতির আশঙ্কায় আধা-পাকা ধান কাটছেন কৃষকরা

ক্ষতির আশঙ্কায় আধা-পাকা ধান কাটছেন কৃষকরা


শেয়ার বোতাম এখানে

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ:

সুনামগঞ্জের হাওরে হাওরে এখন হতাশা আর আতঙ্ক। পাহাড়ি ঢলের কারণে স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে অনেক কৃষকদের। হাওরে পানির চাপ কমলেও এখনো আতঙ্ক বিরাজ করছে কৃষকদের মধ্যে। হাওরে এখনো ধান কেটে ঘরে তুলার উপযোগী হয়নি। ক্ষেতে ক্ষেতে এখন সবুজ রংয়ের কাঁচা ধান, কোন কোন জায়গায় আধাপাকা ধান। এই ধান কাটতে সময় লাগবে আরও ৭-৮ দিন। এই সময়ের অপেক্ষা না করে ফসলডুবির ভয়ে ইতিমধ্যে আধা-পাকা ধান কাটতে শুরু করেছেন অনেক কৃষকেরা।

শুক্রবার(৮এপ্রিল) শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরে একাধিক কৃষক মিলে আধা-পাকা ধান কাটতে দেখা গেছে। কখন জানি পাহাড়ি ঢলের পানি সব তলিয়ে নিয়ে যায় এমন আশঙ্কা তাদের। এতে কৃষকেরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। এই কারণে ধানের রঙ একটু পাকা ও লালচে হতে না হতেই কাচা ও সবুজ ধানের গুছায় কাটতে শুরু করেন।

উপজেলার কয়েকটি হাওর ঘুরে দেখা যায়, পাহাড়ি ঢলের কারণে কৃষকের মনে ফসল হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। আর এই আতঙ্ক থেকেই তারা দ্রুত ধান ঘরে তুলার জন্য আগাম ধান কাটা শুরু করেছেন। আধা পাকা ধান কেটে ঘরে তুলার আগ্রহ দেখা গেছে অনেকের মাঝে। ধান কাটার শ্রমিকরা টাকার বিনিময়ে কাটছেন ক্ষেতের ধান। তারা বিঘাপ্রতি ২০০০-২২০০ টাকা নিচ্ছেন। এই রমজানের মধ্যেও ধান কেটে নির্ধারিত জায়গায় পৌছে দিচ্ছেন শ্রমিকরা৷

ধান কাটার শ্রমিকরা বলছেন , সবেমাত্র আমরা ধান কাটা শুরু করেছি৷ বিঘাপ্রতি আমরা ২২শত টাকা করে নিচ্ছি। আগামীতে এর পরিমাণ বাড়বে। রোজার মধ্যেও আমরা কৃষকের দোরগোড়ায় ধান পৌঁছে দিচ্ছি।

চলতি মৌসুমে এ উপজেলায় ২২ হাজার ২শ’ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। রোপণ করা জমির মধ্যে উন্নত ফলনশীল উফশী, হাইব্রিড ও স্থানীয় ধান রয়েছে। এর মধ্যে হাইব্রিড ৮ হাজার ৪২৫ হেক্টর, উফশী ১৩ হাজার ৬১০হেক্টর ও স্থানীয় ১৬৫হেক্টর। এ তথ্য কৃষি বিভাগের৷

ডুংরিয়া গ্রামের কৃষক আবু মিয়া বলেন, ‘আমি ১০ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে পুরোপুরি পাকার আগেই ধান কাটা শুরু করে দিয়েছি।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, আমরা হাওরে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি৷ অনেক জায়গায় ‘ফসল হারানোর ভয়ে কৃষকরা ধান কাটা শুরু করেছেন। তবে এখনো ধান পাকেনি। তবুও আমরা নির্দেশনা দিয়েছি যাতে ৭০ ভাগ ধান পেকে গেলেই যাতে তারা ধান কাটা শুরু করে দেন। এ বিষয়ে আমরা প্রচারণাও চালাচ্ছি৷ যদি হাওর প্লাবিত না হয় তাহলে আমরা আশাবাদী আগামী ১০-১৫ দিনের মধ্যেই আমরা ৫০ শতাংশ ধান কেটে ঘরে তুলতে পারব৷ কৃষকরা যাতে দ্রুত ধান ঘরে তুলতে পারেন সেজন্য ইতিমধ্যেই কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin