বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন


খালেদা জিয়ার মুক্তির দাবি মানে গণতন্ত্রের কবর রচনা : ইনু

খালেদা জিয়ার মুক্তির দাবি মানে গণতন্ত্রের কবর রচনা : ইনু


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক :
খালেদা জিয়ার মুক্তির দাবি মানে গণতন্ত্রের কবর রচনা বলে মন্তব্য করেছে জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। আজ শুক্রবার দুপুরে নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে এক সুধি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, ‌‘খালেদা জিয়ার মুক্তির দাবি মানে হচ্ছে রাজাকার, জামায়াত ও জঙ্গি পুনর্বাসন প্রকল্প আর গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত। রাজাকার, জঙ্গি, জামায়াতের ঘনিষ্ঠ মিত্র এবং রক্ষক খালেদা-তারেক তাদের সঙ্গে হাত মিলিয়ে গণতন্ত্র উদ্ধার হয় না, গণতন্ত্রের কবর রচনা হয়।’

এ সময় গণফেরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনকে আইনের চোখে প্রমাণিত দুর্নীতিবাজকে মুক্ত করার জন্যে আন্দোলনের হুমকি না দিয়ে, আদালতে লড়াই করার পরামর্শ দেন ইনু।

সুধি সমাবেশে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জাসদের সভাপতি নূর আলম চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আজিজুল হক বকশী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin