বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:০০ অপরাহ্ন


গঠনতন্ত্র লঙ্ঘন করে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক প্রদান

গঠনতন্ত্র লঙ্ঘন করে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক প্রদান


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। এমন কাজে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের একাংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, গত ১৩ নভেম্বর সিলেট ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের সিদ্ধান্তে ও জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত নোটিশে নিজ বলয়কে সুসংগঠিত করার লক্ষে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক অনুমোদন দেয়া হয়।

এতে নিয়মবহির্ভূত ভাবে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের প্রথম যুগ্ম আহবায়ক ফয়সল ইসলামকে বাদ দিয়ে নিজ বলয় প্রতিষ্ঠিত করার লক্ষে দ্বিতীয় যুগ্ম আহবায়ক সুহেদ আহমদকে আহবায়ক করা হয়। যা দেখে নেতাকর্মীরা রীতিমতো অবাক হয়েছেন। দলের এমন ক্রান্তিলগ্নে এমন সিদ্ধান্তে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, ২০২০ সালের ৮ নভেম্বর গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। সিলেট জেলা ছাত্রদল সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আহ্বায়ক কমিটিতে তারেক আহমদ চৌধুরীকে আহ্বায়ক ও ফয়ছল ইসলামকে ১ম যুগ্ম আহ্বায়ক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়
এই নোটিশে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিলেও প্রায় ৩ বছরেও পূর্ণাঙ্গ কমিটি পায়নি পৌর ছাত্রদল। এরমধ্যে এই কমিটির আহবায়ক বিদেশে চলে গেলে এই পদটি শূন্য হয়ে যায়। দীর্ঘদিন পর ভারপ্রাপ্ত আহবায় অনুমোদন হলেও তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বললে তারা জানান, আহ্বায়ক বা পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে অনুমোদন দেয়া হয়ে থাকে। নিয়মবহির্ভূত ও গঠনতন্ত্রের অবকাঠামো না মেনে শুধু মাত্র জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত ও সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত নোটিশে ১ম যুগ্ম আহ্বায়ক বাদ দিয়ে ২য় যুগ্ম আহ্বায়ক সুহেদ আহমদকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দিয়ে অনুমোদন প্রদান করা হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী। এটা করে ফয়সল আহমদের সাথে অন্যায় করা হয়েছে।

এ বিষয়ে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়ছল ইসলাম প্রতিবেদককে জানান, প্রথম যুগ্ম আহ্বায়ক আমি হওয়ার পরও আমার বিপরীতে অন্য জনকে ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়েছে। বিগত দিন আমি জেলা দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করেছিলাম, তারা আমায় জানিয়েছেন বর্তমান এই ক্রান্তিলগ্নে ভারপ্রাপ্তের দায়িত্ব দেওয়া সম্ভব নয়। কিন্তু হঠাৎ পৌর ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহবায়ককে ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়। যা সংগঠনের গণতন্ত্র ও নিয়মবহির্ভূত। যা দেখে আমি হতভাগ হয়েছি। আমার প্রতি কেন এমন অন্যায় করা হয়েছে। আমি সংগঠনের উর্ধ্বতন দায়িত্বশীলদের বিষয়টি অবগত করেছি।

ফয়সল ইসলাম আরো জানান, নিয়মবহির্ভূত ভাবে সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক অনুমোদন দিয়েছেন যা অত্যান্ত দুঃখজনক। আমি শীর্ঘই পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে প্রতিবাদ জানাব।ভারপ্রাপ্ত আহবায়কে পৌর ছাত্রদলের সকল নেতৃবৃন্দ মিনে নেননি। পাশাপাশি তারা এই ভারপ্রাপ্ত আহবায়ক বাতিলের দাবি জানিয়েছেন বলেও জানান তিনি।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেলের মুঠোফোনে বার বার কল করলেও তাদের ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin