বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সোমবার (১৭ ফেব্রুয়ারী) গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা শহরের নতুনবাজারস্থ রাজ সংগীতালয়ে তরুণ পাওয়ার ক্লাবের আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি ও সংগীত শিল্পী আনোয়ার আলী রাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক ইমনের পরিচালনায় আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট সাইদুর রহমান সাঈদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা কলেজের প্রভাষক আফিয়া বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইকবাল সাই, পুথিঁ পাঠক খোকন ফকির, সম্মিলিত সাংধস্কৃতিক জোট সিলেটের সদস্য আশরাফুল ইসলাম অনি, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক কামাল মুন্না, কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক। এসময় তরুণ পাওয়ার ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেছেন, তরুণ পাওয়ার ক্লাব বিশ্বনাথ নামের সংগঠনে অনেক প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে তাদের দ্বারা সৃষ্ঠিশীল কাজ হবে। বিশ্বনাথকে নিয়ে যাবে অনেক দূর। সুস্থ সংগীত চর্চা মানুষকে বিকশিত করে। যে সংগীত চর্চায় সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে সেইসব সংগীত চর্চা করতে হবে। এক্ষেত্রে তরুণ সমাজকে এগিয়ে আসার আহবান জানানো হয়।