গত ২৪ঘন্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে করোনায় নতুন কোনো আক্রান্তকে পাওয়া যায়নি। এছাড়া গত চার দিনে করোনা আক্রান্ত হয়ে কেউ মারাও যাননি।
রোববার (২৯ মার্চ) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ এসব কথা বলেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, শিষ্টাচার মেনে চলুন। ঘরের বাইরে যাবেন না। বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন।