বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন


গরমের পোশাক নিয়ে রানওয়ে ম্যানিয়াক এজেন্সি আয়োজন

গরমের পোশাক নিয়ে রানওয়ে ম্যানিয়াক এজেন্সি আয়োজন


শেয়ার বোতাম এখানে

শুভপ্রতিদিন ডেস্ক:

গরম মানেই রোদ আর ঘামের ভয়। তবু প্রকৃতির খামখেয়ালিপনার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় সবাইকে। গরমে জীবন যখন অতিষ্ঠ তখন একটু শান্তির জন্য আরামদায়ক পোশাকের বিকল্প নেই। তবে আরামদায়ক পোশাক পরার পাশাপাশি ফ্যাশনের সঙ্গেও তাল মিলিয়ে চলতে চায় সবাই। গরমের কথা মাথায় রেখে ছেলেরাও এখন ওয়েস্টার্ন পোশাককে প্রাধান্য দেয় এই সময়টাতে। তবে ওয়েস্টার্ন মানেই যে দৃষ্টিকটু কিছু তা কিন্তু নয়। কারণ নিজেকে স্টাইলিশ লুকে দেখতে সবাই পছন্দ করে।
তাইতো রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি মডেলদের নিয়ে এই গরমের কি রকম পোশাক পরিধান করা তা ফটোশুটটির মাধ্যমে আয়োজন করা।এইচ ডি ইমন এর ষ্টাইলিং ও ডিরেশনে, আবির আহমেদ র মেকআপ ও তরুন ফটোগ্রাফার রিপন আহমেদ ক্লিকে মডেল শান্তনু ও কামরুল।

তীব্র তাপপ্রবাহে শরীরে স্বস্তি জোগাতে এই গরমে হাফ শার্টের বিকল্প আর কী বা হতে পারে। ফ্যাশনেও হাফ শার্টের চাহিদা এখন সবার পছন্দের শীর্ষে। গরমে আরামদায়ক পোশাক হিসেবে বেছে নিতে পারেন ক্যাজুয়াল হাফ শার্ট। এ সময় ক্যাজুয়াল হাফ শার্টে যেমন ফুটে উঠবে ফ্যাশনেবল লুক, তেমনি পাওয়া যাবে স্বস্তি। ফ্যাশনে ক্যাজুয়াল হাফ শার্টের কলারে বৈচিত্র্য রয়েছে। ছেলেরা এখন স্লিম কাটের দিকে বেশি ঝুঁকছে। হাতা লম্বা হোক বা ছোট-গুটিয়ে পরতেই পছন্দ করছে এখন ফ্যাশন সচেতন তরুণরা।
গরমে টি-শার্ট যেমন আরামদায়ক পোশাক তেমনি বাহারি রং, ব্লক, বাটিক প্রিন্টসহ প্রতিটি শার্ট, টি-শার্ট যেন ডিজাইনারের রং-তুলির ক্যানভাস। শার্ট, টি-শার্টও অনেক বেশি আরামদায়ক এবং ফ্যাশনেবল মডেল -রায়হান, রুহুল। পাশাপাশি টি-শার্টে রয়েছে যেমন ডিজাইন-বৈচিত্র্য তেমনি রঙের ছড়াছড়ি। টি-শার্টের সঙ্গে জিনসের প্যান্ট মানানসই। টি-শার্টের ওপরে শার্ট পরে ফ্যাশনে নতুন মাত্রা সংযোজন করা যায়।

আয়োজনে: হিতাংশু দাস ইমন (এইচ ডি ইমন)
এজেন্সি:রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি
ড্রেস: জেন্টর্স বক্স।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin