শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন


গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন : কামরান

গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন : কামরান


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:
গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

মঙ্গলবার নিজ বাসায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। পর্যায়ক্রমে প্রায় ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন তিনি। এসময় তিনি জানান, দেশের এই কঠিন সময়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর এবং গরিব-অসহায় লোকজন।

তিনি বলেন, আসুন দেশের এই কঠিন সময়ে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই। সামান্য একটু সহযোগিতা এনে দিতে পারে অসহায় মানুষের মুখে হাসি।

তাই সমাজের বিত্তশালীদের অসহায়দের সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানান। গরিব-অসহায়দের প্রতি কামরানের এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin