নিজস্ব প্রতিবেদক :
বিশ্বনাথে আধা কেজি গাঁজা এবং এক সহযোগিসহ পুলিশের হাতে ধরা পড়েছে ফয়সল মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ী। আটক ফয়সল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হাজী ওয়ারিছ আলীর ছেলে। তার সহযোগি সিএনজি চালিত অটোরিকশার চালক গফুর আলী (২২) মনোহরপুর গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে।
সোমবার দুপুর দেড়টায় রামপাশা-লামাকাজী সড়ক থেকে সিএনজি চালিত অটোরিকশাসহ তাদেরকে আটক করা হয়। আটকের পর ফয়সল মিয়ার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Source //NM24