শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


গারো ও খাসিয়াদের উচ্ছেদের প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্র ইউনিয়নের সমাবেশ

গারো ও খাসিয়াদের উচ্ছেদের প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্র ইউনিয়নের সমাবেশ


শেয়ার বোতাম এখানে

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রভাবশালী কর্তৃক গারো ও খাসি সম্প্রদায়ের ভুমি উচ্ছেদের ষড়যন্ত্র ও হামলা নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদের সভাপতি প্রশান্ত কৈরির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীচুক যুব গারো সংগঠনের উপদেষ্টা স্যামুয়েল যোসেফ, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জলি পাল, কবি জাবেদ ভূঁইয়া, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি পিনাক দেব, খাসি স্টুডেন্ট ইউনিয়নের অর্থ সম্পাদক লেনচার জয়, ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদের কোষাধ্যক্ষ স্বাধীন দেব, সমাজকর্মী প্রিতম দাশ, মিঠুন উড়াং প্রমূখ।

বক্তারা বলেন, গত ২৫ আগস্ট থেকে স্থানীয় প্রভাবশালী রফিক ও তার বাহিনীর সদস্যরা খাসি ও গারো সম্প্রদায়ের উপর দফায় দফায় হামলা, নির্যাতন চালাচ্ছে। আদিবাসী এই সম্প্রদায়ের জীবিকার একমাত্র অবলম্বন পান পুঞ্জির ৩৫ হাজার গাছ কর্তন করা হয়েছে। বক্তারা, রফিক বাহিনীর এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আনার জন্য সরকারের প্রতি দাবী জানান।
নেতৃবৃন্দ বলেন, এই ঘটনায় গত ২ তারিখ মৌলভীবাজারে সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে প্রতিবাদ সমাবেশ থেকে ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। একটা স্থায়ী সমাধানের জন্য আমরা সাতদিন অপেক্ষা করবো। যদি সমাধান না হয়, তাহলে কঠোর আন্দোলনে গড়ে তোলা হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin