বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন


গুগল ও মাইক্রোসফটে চাকরি পেলেন শাবির দুই ছাত্র

গুগল ও মাইক্রোসফটে চাকরি পেলেন শাবির দুই ছাত্র


শেয়ার বোতাম এখানে

নিউজ ডেস্ক:
বিশ্বের অন্যতম টেক জায়ান্ট প্রতিষ্ঠান (গুগল) এবং মাইক্রোসফট চাকরি পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী। তাদের মধ্যে গুগলে চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মাকসুদ হোসাইন এবং মাইক্রোসফটে চাকরি পেয়েছেন একই বিভাগের শিক্ষার্থী কাজী নাঈম।

গুগলে চাকরি পাওয়া সাবেক শিক্ষার্থী মো. মাকসুদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, এতটুকু আসতে পেরে অনেক খুশি লাগছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ পর্যন্ত এসেছি। এজন্য আমার বাবা-মা, শিক্ষক, সহপাঠীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin