বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন


গুটিকয়েক ব্যক্তির কাছে রাতারগুলের মাঝিরা জিম্মি

গুটিকয়েক ব্যক্তির কাছে রাতারগুলের মাঝিরা জিম্মি


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জনপ্রিয় সোয়াম্প ফরেস্ট ‘রাতাগুল’ গুটিকয়েক ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় দুই গ্রামের বাসিন্দারা। রবিবার (৩ অক্টোবর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ফতেহপুর ইউনিয়নের রামনগর ও বাগবাড়ি বাসিন্দারা এ অভিযোগ করেন।

তারা দাবি করেছেন, স্থানীয় জুবায়ের আহমদ, হারিস মিয়া, আরব আলী, মিনহাজ উদ্দিন, আব্দুল কাদির, আমীর আলী চক্র খেটে খাওয়া নৌকার মাঝিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। তাদের কথামতো না চললে রাতারগুলে নৌকা চালাতে দেওয়া হয় না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগবাড়ি গ্রামের রশিদ আহমদ। তিনি বলেন, ‘আমরা সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রামনগর ও বাগবাড়ি গ্রামের অধিবাসী। আমাদের বুকের উপর দিয়ে বিখ্যাত রাতারগুল জলাবনে যাওয়ার সরুপথ। গ্রামের দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন ও কর্মসংস্থানের আশায় আমরা দুই ফসলি জমি নষ্ট করে পর্যটকদের যাতায়াতের জন্য রাস্তার জায়গা দিয়েছি।’

তিনি অভিযোগ করেন, ‘গত কয়েক বছর ধরে আমাদের বাগবাড়ি ও রামনগর গ্রামের ২৬ জন নৌকা চালক রাতারগুল ঘাটে পর্যটকবাহী নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। রাতারগুল ও দেওয়ানেরগাঁও গ্রামের চাঁদাবাজ চক্র হিসেবে পরিচিত জুবায়ের আহমদ, হারিস মিয়া, আরব আলী, মিনহাজ উদ্দিন, আব্দুল কাদির, আমীর আলী নিয়মিত তাদের উপর নির্যাতন চালাত।’ তিনি আরও বলেন, ‘নৌকা চালিয়ে পাওয়া টাকার বড় একটি অংশ আত্মসাৎ করা করে নিত এই চক্র। এ অবস্থায় আমরা ২৬ জন মিলে প্রতিবাদ করলে চার মাস আগে আমাদের ঐ ঘাট থেকে নৌকা চালাতে নিষেধাজ্ঞা জারি করে তারা। তাদের সেই নিষেধাজ্ঞা অমান্য করে ঐ ঘাটে নৌকা চালাতে গেলে প্রাণে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও চেয়ারম্যানের সাহায্য চেয়েও তারা প্রতিকার পাননি। বিষয়টি মিমাংসা করতে গেলেও কোনো লাভ হয়নি। চাঁদাবাজ চক্রটি বাগবাড়ি ও রামনগরের নৌকা চালকদের রাতারগুল ঘাটে নৌকা চালাতে দেয়নি। উল্টো হুমকি ধমকি দিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। এ ব্যাপারে আমরা থানা এবং উপজেলা নির্বাহী অফিসারের বরাবরও অভিযোগ দাখিল করেন তারা। তাতে কোনো ফল পাওয়া যায়নি। গোয়াইনঘাট থানা প্রশাসন অজ্ঞাত কারণে এ ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাদের।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়েকবার উদ্যোগ নিলেও কোনো অবস্থাতেই এই চাঁদাবাজ চক্রকে নিবৃত্ত করতে পারেননি। উল্টো গত ১৯ সেপ্টেম্বর রাতারগুলঘাটে বিষয়টি মিমাংসা করতে এসে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে।’

রাতারগুলে নৌকা চালকদের উপর মানবিক নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘একজন নৌকা চালক ৭৫০ টাকায় একটা ট্রিপ দিলেও এই চাঁদাবাজ চক্র মাঝিকে ১০০ টাকা দেয়। বাকি সব টাকা তাদের কাছে জমা রাখে এবং প্রতি তিন ট্রিপ হলে দেয় আরও ৫০০ টাকা। অন্য টাকাগুলো নানা কাজের কথা বলে তাদের কাছে রাখে এবং পরে ‘পুলিশ ম্যানেজ’ বা ‘সাংবাদিক ম্যানেজ’-এর নামে সব টাকা তারা নিজেরাই আত্মসাত করেন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. আব্দুল মতিন, মো. আরমান আলী, কয়ছর আহমদ, মালেক প্রমুখ।

সম্প্রতি এই চক্র দুই গ্রামের ১৪ থেকে ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে জানিয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘আমরা এই ১৪ জন পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে বাইরে ঘুরে বেড়াচ্ছি। এখনও তারা আমাদের নানাভাবে প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা অসহায়।’

গ্রামবাসী রাতাগুল ঘাটে বাগবাড়ি ও রামনগর গ্রামের ২৬ জন মাঝিকে নৌকা চালানোর সুযোগ চাওয়ার পাশাপাশি ফোনের ট্রিপ নামক প্রতারণামূলক চালাকির ট্রিপ বন্ধ এবং ঘাটে একজন নিরপেক্ষ ম্যানেজার নিয়োগের দাবি জানান। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে যেসব মামলাদায়ের করা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, ‘দাবিগুলো বাস্তবায়ন হলে ফতেহপুর ইউনিয়নের বাগবাড়ি-রামনগর ও রাতারগুল-দেওয়ানেরগাও গ্রামবাসীর বিরোধ নিষ্পত্তি হওয়ার পাশাপাশি কিছু চরম দরিদ্র মানুষের জীবনে শান্তি ও নিরপত্তা ফিরবে। পাশাপাশি পর্যটকদের মধ্যে চাঁদাবাজরা যে ভীতি ছড়িয়ে দিয়েছে তাও দূর হবে। এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গোয়াইনঘাট উপজেলা ও থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin