বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন


গোবিন্দগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পেলেন এডভোকেট রাজ উদ্দিন

গোবিন্দগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পেলেন এডভোকেট রাজ উদ্দিন


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ গভর্নিং বডির সভাপতি পদে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সরকারী কৌশুলি (জিপি) এডভোকেট রাজ উদ্দিনকে মনোনীত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশনায় ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা সাক্ষরিত এক পত্রে এ মনোনয়ন দেয়া হয়। একই পত্রে বিদ্যুৎসাহী সদস্য হিসাবে আখতার আহমেদকেও মনোনিত করা হয়।

এদিকে গোবিন্দগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি হিসাবে দায়িত্ব পাওয়ায় স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এডভোকেট রাজ উদ্দিন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin